স্টাফ রিপোর্টার: মেডিকেল প্র্যাকটিশনার্স অফ বরুড়া (MPB) সংগঠন এর উদ্যোগে বরুড়ার চিকিৎসকদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ মার্চ) শুক্রবার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অডিটোরিয়ামে বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদুর রহমানের সভাপতিত্বে এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ইউএইচএফপিও ডা: মো: আবুল হাসানাত ভূঁইয়া, নোয়াখালি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা: গিয়াস উদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজের বার্ণ-প্লাস্টিক সার্জারী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা: মাহবুব ইবনে মোমেন জনি খান। অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিমেষজ্ঞ ডা. মোঃ মোশারফ হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন ডা. গাজী মাসুদ মজুমদার, ডা. মহিববুল্লাহ, ডা. মিনহাজুর রহমান, কাজী শিহাব উদ্দিন পিয়েল, ডা. ইরফান শিহাব প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ বলেন, আমরা অধিকাংশরা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলাম। তাই আমাদের দায় আছে। এখানে নামাজ আদায়ের জন্য একটি মসজিদ খুবই প্রয়োজন। তাই এখানে মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছি। এছাড়া বরুড়ার সকল চিকিৎসকদের প্রতি মসজিদ নির্মানে সহযোগীতা করার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান করা হয়। Post navigation বরুড়া প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরুড়ার অর্জুনতলা দিগন্ত সমাজ কল্যান কর্তৃক ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ