স্টাফ রির্পোটার: বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন আমড়াতলীর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা- ০৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিষ্ঠাতা, প্রযুক্তিপীঠ ও শাহেরবানু আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং হকস বে অটোমোবাইল প্রাঃ লিঃ ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ কায়সার আলম সেলিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, বরুড়া পৌরসভা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের। অন্যদের মাঝে বক্তব্য দেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক জহরলাল দত্ত, বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া। ওই দিন বরুড়া উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রায় ১৮ ‘শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। আনুমানিক সকাল ৯টা থেকে বেলা ১০.৩০ মিনিট পর্যন্ত প্রাথমিক বৃত্তি ও বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত দুই ধাপে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ট্যালেন্ট ফুল, সাধারণ গ্রেড, ও স্কুল ভিত্তিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও বৃত্তির টাকা প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একটি করে আমের চারা বিতরণ করা হয়। Post navigation ভংগুয়া জনকল্যাণ সমিতি নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ বরুড়ায় প্রাথমিক বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত