স্টাফ রির্পোটার: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় বরুড়ায় তারুণ্যের উৎসব উদযাপন ও তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ জানুয়ারী) বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসভা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নু-এমং মারমা মং এর সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোহাম্মদ মাসুদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া। ওই সময় বক্তব্য দেন, বরুড়া পৌরসভা হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ছাত্রদল নেতা মোস্তাকিন পাটোয়ারী, তৌকির আলম পাবেল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বরুড়া পৌরসভার প্রধান সহকারী সগির হোসেন, সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পারিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করা। উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩০ ডিসেম্বর থেকে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। Post navigation তলাগ্রামের সেভেন ব্রাদার বেকারিকে মোবাইল কোর্টের জরিমানা বরুড়া বাজার কমিটির পরিচিতি ও আলোচনা সভা