স্টাফ রির্পোটার: বরুড়া পৌরসভার তলাগ্রামের সেভেন ব্রাদার বেকারিকে বিভিন্ন অনিয়ম, অনুমোদন বিহীন রং ও নকল মোড়ক ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (০৬ জানুয়ারী) আনুমানিক বিকাল ০৩ টার দিকে তলাগ্রাম এলাকায় বিএসটিআই সহযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। ওই সময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারের সাথে অনুমোদন বিহীন রং মেশানো, বিএসটিআই মোড়ক নকল করাসহ নানা অনিয়মের দোষ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন- তলাগ্রামের সেভেন ব্রাদার বেকারীর স্বত্বাধিকারী সুমন বিএসটিআই মানদণ্ড অনুযায়ী সকল ধরনের খাবার প্রস্তুত করার মর্মে অঙ্গীকার প্রদান করেন। Post navigation বরুড়ায় শিল্পপতি আবু নাছের ইয়াহিয়া শারমিনের দাফন সম্পন্ন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরুড়ায় তারুণ্যের উৎসব উদযাপন