মোঃ শরিফ উদ্দীন: গত বুধবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদ জোহর প্রথম নামাজে জানাজা ও তার আরমানা গ্রুপ ফ্যাক্টরিতে বাদ মাগরিব দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নিজ উপজেলার বরুড়া পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী ও দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। চতুর্থ জানাজা নিজ গ্রাম সোনাইমুড়ী ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

তিনি কুমিল্লা-০৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনের আপন ছোট ভাই।

উল্লেখ্য, বিশিষ্ট শিল্পপতি আবু নাছের ইয়াহিয়া শারমিন তিনি বরুড়ার কৃতি সন্তান ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১ টার দিকে হঠাৎ করেই অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত ঢাকা ইউনাইটেড ইসপিটালে নেওয়ার কিছুক্ষন পর অর্থাৎ আনুমানিক দুপুর ২ টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তাঁর মৃত্যুতে সমগ্র বরুড়ায় শোকের ছাঁয়া নেমে আসে। ওইদিন দুপুরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতৃবৃন্দরা মরহুমের পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন।

এছাড়া জানাজার সময় বরুড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে মরহুমের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। তিনি বলেন আবু নাছের ইয়াহিয়া ছিলেন একজন জনবান্ধন মানুষ, এলাকার জনসাধারণের বিভিন্ন সমস্যায় এগিয়ে যেতেন বিশেষ করে আড্ডা, আদ্রা, পয়ালগাছা ও লক্ষীপুর ইউনিয়ন এলাকায় তার সহযোগিতায় প্রায় শতাধিক মানুষ কার্ডধারী হিসেবে এ পরিবার থেকে সহযোগিতা পেতেন। এছাড়াও বরুড়া উপজেলার যে কোন প্রান্তে অসহায় পরিবারকে পুনর্বাসনের জন্য তার চেষ্টা অভ্যাহত ছিল।

ওই সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা (দঃ) জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, মহানগর বিএনপির সদস্য সচিব ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খায়রুল এনাম তৌফিক, সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন, সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, পৌরসভা জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম পাটোয়ারী, কুমিল্লা (দঃ) জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ শাহ আলম, বরুড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *