স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে আলী হোসেন (৪০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বরুড়া মধ্যম বাজারে এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন মোটরসাইকেল নিয়ে দোকানে দিকে যাচ্ছেন। হঠাৎ ট্রাকের দরজাটি খুললে আলী হোসেন বাড়ি খেয়ে মোটরসাইকেল ছিটকিয়ে ট্রাকের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে চালক ও হেলপার পালিয়ে যায়। ওই দুইটি ট্রাক পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। Post navigation বরুড়ায় রেডউইং কনভেনশন হলে BSRM এর কনফারেন্স অনুষ্ঠিত বরুড়ায় শিল্পপতি আবু নাছের ইয়াহিয়া শারমিনের দাফন সম্পন্ন