স্টাফ রির্পোটার: “ব্যবহার করুন Coupler, চিন্তা নেই আর বড় অপচয় হওয়ার” এ স্লোগানকে সামনে রেখে বরুড়া রেডউইং কনভেনশন হলে BSRM এর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ ডিসেম্বর) রাতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে বক্তারা বলেন, সাধারণত ল্যাপিং-এ একটি রডের উপর আরেকটি রড রেখে জোড়া দেওয়া হয়। ফলে, রডের অপচয় হয়। তাই, বাড়ি সময়মতো বানাতে ও রডের অপচয় কমাতে বিএসআরএম ফাস্টবিল্ড সার্ভিস নিয়ে এলো বাংলাদেশের প্রথম হাই স্ট্রেংথ মেকানিক্যাল জয়েনিং সিস্টেম – Coupler। উল্লেখ্য, Coupler বিএনবিসি ২০২০ এবং এসিআই ৩১৮-১৯ মেনে চলে – যাতে ল্যাপিং-এর প্রয়োজন হয় না। কনফারেন্সে বক্তব্য দেন, বিএসআরএম ডিভিশনাল হেড কাজী নাজমুল হক, রেডউইং রেষ্টুরেন্টের চেয়ারম্যান ও বিএসআরএম এর ডিস্ট্রিবিউটর মো: নোমান, প্রোডাক্ট প্রকৌশলী রায়হান সরকার ফাহিম। ওই সময় বিভিন্ন স্থান থেকে কনফারেন্সে অংশ নেওয়া প্রকৌশলী ও কন্ট্রাক্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র করা হয় এবং বিজয়ীদের মাঝে মূল্যবান সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়াও উপস্থিত সকলের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়। Post navigation বরুড়ায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন ইউএনও বরুড়ায় ট্রাকের চাপায় ডেকোরেটর ব্যবসায়ীর মৃত্যু