স্টাফ রির্পোটার: বরুড়ায় আবু তাহের বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা মূল্যায়নমূলক বৃত্তি পরীক্ষা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে বরুড়া পৌরসভার সাহারপুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহারপুদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা। ওই সময় প্রধান অতিথির বক্তব্য দেন রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য দেন বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান মৃধা, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসাইন, সাংবাদিক মোঃ ইকরামুল হক, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া। অন্যদের মাঝে বক্তব্য দেন ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ জাকির হোসাইন, যুব নেতা মোঃ আবদুল বারিক, হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসাইন জাহিদ, সমাজ সেবক মুহাম্মদ লোকমান সালেহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সোহরাব হোসেন এবং শায়ের গোলাম মুস্তফা রেজা ক্বাদেরী। অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে উতৃর্ণী ৭০ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে ও ৩ জন ট্যালেন্টফুল বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে আমরা নিজেদেরকে যেমন উন্নত করতে পারি, তেমনই আমাদের সমাজ ও রাষ্টকেও সমৃদ্ধ করতে পারি। উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে শিক্ষা অর্জন করে নিজ দেশ ও জাতির জন্য নতুন সুযোগের দ্বার খুলে দিতে পারি। তাই, শিক্ষার্থীদের মাঝে পড়ার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বৃত্তির পরীক্ষার বিকল্প নেই। এছাড়াও বক্তারা বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Post navigation গুম-খুনের জন্য ক্ষমা চেয়ে আয়নাঘরের কথা স্বীকার র্যাবের বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের আহবায়ক কমিটির অনুমোদন