মোঃ শরীফ উদ্দিন: বরুড়া উপজেলার রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভার্চুয়াল কনফারেন্সে এক আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে বাঁশতলী গ্রামের কৃতি সন্তান ডাচ-বাংলা ব্যাংক পি এল সি শিবচর উপশাখার অফিসার এন্ড ইনচার্জ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ মোশারফ হোসেন কে আহ্বায়ক ঘোষণার মধ্য দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হোসাইন আবেদীন (হোসেনপুর), মোঃ আতিকুর রহমান (অলিতলা), মোঃ আলাউদ্দিন আহমেদ (বাঁশতলী), মোঃ আলমগীর হোসেন (মস্কিপুর), মোঃ কেফায়েত উল্লাহ (বাঁশতলী), মোঃ মজিবুর রহমান সরকার (গোপালনগর), নাজমুল আহসান সরকার রুবেল (গোপালনগর), সুমন কুমার বণিক (রামমোহন বাজার), আব্দুর রাজ্জাক (ভাকসার), মোঃ এমদাদুল হক (মস্কিপুর), রেদোয়ান হোসেন (নবীপুর), মোঃ রুবেল হোসাইন (নবীপুর), জিয়াউল হক (পানিপাড়া), খোরশেদ আলম (কামারখোলা)। সদস্য সচিব হিসেবে মোঃ আব্দুস সালেক সৈকত (গোপালনগর), যুগ্ম সদস্য সচিব মোঃ সোহেল হোসেন (বাঁশতলী), মোঃ রেজাউল করিম (পানিপাড়া), জিয়াউল হক (বাঁশতলী) , এটিএম গোলাম কিবরিয়া (রাসেল) (তুলপাই), আবু শাহেদ (গোপালনগর), দুলাল হোসেন (বাঁশতলী), সঞ্জয় চন্দ্র বণিক (রামমোহন বাজার), মোঃ আলমগীর হোসেন (খৈছাড়া), মোঃ তোফাজ্জল হোসেন (খৈছাড়া), আবুজর গিফারী ভূঁইয়া (পানিপাড়া), আহমেদ আলী (শালচর), মোঃ তারেক রহমান (গোপালনগর), মোঃ আব্দুর রহিম (গোপালনগর), সুমন রানা (গোপালনগর), সংগঠক – নাজমুল হক (বাঁশতলী), আলমগীর হোসেন (বাঁশতলী), এমরান হোসাইন (বাঁশতলী), কামরুল হাসান (মাদারপুর), রাশেদুল আলম (শালচর), রাশেদুজ্জামান (চিলােড়া), দীপক চন্দ্র ভৌমিক (পানিপাড়া), মিনহাজুল ইসলাম সিয়াম (কাঁটাখোলা), নাজমুল হাসান (শালচর), আশিকুর রহমান ঈমন (গোপালনগর), রাশেদ আহমেদ (কাঁটাখোলা), হামিদ আলী রায়হান (খৈছাড়া), অর্জুন চন্দ্র দাস (রামমোহন বাজার) এর নাম ঘোষণা করে রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ এর কমিটি পুনর্গঠন করা হয়। Post navigation আইএসইউতে ফল-২০২৪ সেমিস্টারের নবীন বরণ অনুষ্ঠিত ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত