স্টাফ রির্পোটার: “ব্যবহার করুন Coupler, চিন্তা নেই আর বড় অপচয় হওয়ার” এ স্লোগানকে সামনে রেখে বরুড়া রেডউইং কনভেনশন হলে BSRM এর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ ডিসেম্বর) রাতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ওই সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে বক্তারা বলেন, সাধারণত ল্যাপিং-এ একটি রডের উপর আরেকটি রড রেখে জোড়া দেওয়া হয়। ফলে, রডের অপচয় হয়। তাই, বাড়ি সময়মতো বানাতে ও রডের অপচয় কমাতে বিএসআরএম ফাস্টবিল্ড সার্ভিস নিয়ে এলো বাংলাদেশের প্রথম হাই স্ট্রেংথ মেকানিক্যাল জয়েনিং সিস্টেম – Coupler।

উল্লেখ্য, Coupler বিএনবিসি ২০২০ এবং এসিআই ৩১৮-১৯ মেনে চলে – যাতে ল্যাপিং-এর প্রয়োজন হয় না।

কনফারেন্সে বক্তব্য দেন, বিএসআরএম ডিভিশনাল হেড কাজী নাজমুল হক, রেডউইং রেষ্টুরেন্টের চেয়ারম্যান ও বিএসআরএম এর ডিস্ট্রিবিউটর মো: নোমান, প্রোডাক্ট প্রকৌশলী রায়হান সরকার ফাহিম। ওই সময় বিভিন্ন স্থান থেকে কনফারেন্সে অংশ নেওয়া প্রকৌশলী ও কন্ট্রাক্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র করা হয় এবং বিজয়ীদের মাঝে মূল্যবান সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়াও উপস্থিত সকলের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *