স্টাফ রির্পোটার: শীতের উষ্ণতায়, ভালোবাসার উচ্ছ্বাসে আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকৃত শিক্ষার্থীদের সংগঠন ঢাকাস্থ বরুড়া ছাত্রকল্যাণ সমিতির ২০২৫ নির্বাচন।

সকাল ৯ টা ৩০ মিনিটের সময় কোরআন তেলওয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত সাধারণ সভায় এক বছরের কর্মকাণ্ডের নির্যাস বিষয়াদি তুলে ধরা হয়। তারপর সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি সাখাওয়াত হোসেন অভি বিগত এক বছরের সাংগঠনিক ম্যান্ডেট বাস্তবায়ন ও অসমাপ্ত প্রত্যাশা নিয়ে কথা বলেন। সংগঠনের কোষাধ্যক্ষ বিগত এক বছরের আর্থিক হিসাব বিবরনী পেশ করার পর নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার মো: শাহপরান।

উক্ত অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সভাপতি এ বি এম শাহআলম, গাজী ওবায়দুল হক, রাসেল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, নাছের আহমেদ ভুঁইয়া। সহকারী নির্বাচন হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি ফারুক হোসেন, আবুল কালাম, ফরিদ হোসেন, নাজমুল মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক রাকিব বিন সৈকত, তানভীর হোসেন, নবাব হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার, ডেন্টাল বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শামীম ডেন্টাল সার্জারির চিকৎসক ডাঃ এইচ এম তানভীর আহমেদ প্রমুখ।


৪১ টি ভোটের মধ্যে ৩৯ টি ভোট কাস্ট হয়। প্রাপ্ত ভোটের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার মো: শাহপরান মোবাশেরুজ্জামান হাসান (ঢাকা বিশ্ববিদ্যালয়)- সভাপতি, মাহাদি অনিককে( ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়)- সাধারণ সম্পাদক, নাজমুল হাসানকে(ঢাকা বিশ্ববিদ্যালয়) সাংগঠনিক সম্পাদক, হাবিব উল্লাহকে (ঢাকা বিশ্ববিদ্যালয়) কোষাধ্যক্ষ, মুশফিকুর রহমানকে( জগন্নাথ বিশ্ববিদ্যালয়) প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *