এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়া পৌরসদর বাজারের যানজট দীর্ঘদিনের সমস্যা। বার বার সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও যানজট নিরসনে কেউ সঠিক উদ্যোগ গ্রহন করেনি। বাজারে তীব্র যানজটের বড় কারন পৌর টোল ও জীবি আদায়ের ষ্ট্যান্ডসহ নেতাকর্মীদের পকেট প্রকল্প। যেমন ধরুন, পৌরসভা কর্তৃক অতিরিক্ত মুল্যে বাজার ইজারা দেওয়া হয়। ইজারাদার মুনাফাসহ সেই টাকা উঠাতে ভ্রাম্যমান ভ্যান, ফুটপাতে ছোট বড় দোকান বসান। সেজন্য যানজট তীব্র হয়। এছাড়া বিগত সরকারের নেতাকর্মীরা বিভিন্ন স্ট্যান্ড থেকে জীবি আদায় করতেন। যার কারনে বাজার থেকে স্ট্যান্ডগুলো বাজারের বাহিরে নেওয়া সম্ভব হয়নি। ফলে বরুড়া বাজারের যানজট সমস্যার স্থায়ী কোন সমাধান হয়নি। অতীতে উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিরা অনেকবার ফুটপাত দখল মুক্ত করে গেলেও পরেরদিন আবার আগের মতো দখল হয়ে যেতো। এগুলো ছিলো লোক দেখানো। স্বদিচ্ছা থাকলে কোন কিছুই অসম্ভ নয়। জুলাইয়ের অভ্যুথানের পর থেকে বরুড়া বাজার ব্যবসয়ী কমিটির পুর্নগঠন করা হয়। সেই কমিটি নিয়মিত যানজট নিরসনে ব্যাপক উদ্যোগ গ্রহন করেন। ইতি মধ্যে বরুড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী এর নেতৃত্বে যানজট নিরসনে এক যুগান্তরি উদ্যোগ নিলো বরুড়া বাজার ব্যবসায়ী কমিটি। পৌরসদর বাজারের জিরো পয়েন্টে অস্থায়ী গোলচত্তর ও ওয়ান বাই ওয়ান ডিভাই্যশন করে খুব দ্রুত সময়ের মধ্যে বরুড়া বাজারের যানট সমস্যার স্থায়ী সমাধান করেন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলের প্রসংসা পাচ্ছেন বরুড়া বাজার কমিটির সদস্যবৃন্দ। এ ব্যাপারে বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জানান, যানজট নিরসনে বাজারের সব স্ট্যান্ড থেকে জীবি আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আমাদের কমিটির দায়িত্বরত সদস্যগণ- সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর নেতৃত্বে প্রতিনিয়ত যানজট নিরসনের লক্ষ্যে বাজার মনিটরিং করে যাচ্ছে। পুরো রজমানজুড়ে মানুষের ভোগান্তি লাগব করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। Post navigation বরুড়া বাজার কমিটির পরিচিতি ও আলোচনা সভা বরুড়া প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত