স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও বিদ্যালয়ের অফিস কক্ষের জন্য  ফার্নিচার বিতরণ করা হয়েছে।

আজ (২৭ জানুয়ারী) সোমবার বেলা ১১ টায় আমড়াতলী ছেরাগ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলম, শামসুল হক, দাতা সদস্য গোলাম মাওলা বাদল, মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ আমান উল্লাহ মজুমদার, সমাজকর্মী ফিরোজ আহমেদ।

ওই সময় বক্তব্য দেন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, ফলকামুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিদা সুলতানা, পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস পারভেজ, এদিন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলকামুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ জন শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়, ও আল হেরা কিন্ডারগার্টেনের অফিস কক্ষের জন্য ফার্নিচার বিতরণ করা হয়। একই দিন আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদের কার্পেট ক্রয়ের জন্য ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *