স্টাফ রির্পোটার: বরুড়া পৌরসভার তলাগ্রামের সেভেন ব্রাদার বেকারিকে বিভিন্ন অনিয়ম, অনুমোদন বিহীন রং ও নকল মোড়ক ব্যবহারের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার (০৬ জানুয়ারী) আনুমানিক বিকাল ০৩ টার দিকে তলাগ্রাম এলাকায় বিএসটিআই সহযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।

ওই সময় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারের সাথে অনুমোদন বিহীন রং মেশানো, বিএসটিআই মোড়ক নকল করাসহ নানা অনিয়মের দোষ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন- তলাগ্রামের সেভেন ব্রাদার বেকারীর স্বত্বাধিকারী সুমন বিএসটিআই মানদণ্ড অনুযায়ী সকল ধরনের খাবার প্রস্তুত করার মর্মে অঙ্গীকার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *