স্টাফ রির্পোটার: বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ আগষ্ট) বরুড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় উপজেলা বিএনপির আহবায়ক কায়সার আলম সেলিমের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুু,।

অনুষ্ঠানটি উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান ওয়াসিম ভিপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন। কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সাবেরা আলা উদ্দিন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরেওয়ার জাহান দুলন, জেলা যুগ্ম আহবায়ক মোঃ নজরুল ইসলাম, মাহবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা মোস্তফা জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রেজাউল হক রেজু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল, উপজেলা যুবদলের সদস্য সচিব মমিনুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো আবদুল জলিল, উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তাকিন পাটোয়ারী, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ জহিরুল হক স্বপন, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ মফিজুল ইসলাম, সার্বিক তত্বাবধানে ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার। কাউন্সিল অধিবেশনে একক প্রার্থী থাকায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন কায়সার আলম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম নূরু, সিনিয়র সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কল্লোল এর নাম ঘোষণা করা হয়। পৌরসভার বিএনপির একক প্রার্থী থাকায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার কে সভাপতি মোঃ মফিজুল ইসলাম কে সাধারণ সম্পাদক ও মোস্তফা জামান হানিফ কে সাংগঠনিক সম্পাদক পদে করা হয়। সিনিয়র সহসভাপতি সাবেক মেয়র জসিমউদদীন পাটোয়ারী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সাবেক পৌর কমিশনার এর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস ওয়াজেদী। গীতা পাঠ করেন প্রাণেশ্বর।

২১ বছর আগে বিএনপির উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। জাঁকজমকপূর্ণ ভাবে এ দ্বি বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। গেইট ফেস্টুনে ভরে যায় সড়ক ও আলীয়া মাদরাসার মাঠ। ১৮ শো কাউন্সিলরের বাহিরে কয়েক হাজার নেতাকর্মী কাউন্সিলরের বাহিরে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কলেজ, স্কুল ও মাদরাসার শিক্ষক কমিটির প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *