স্টাফ রিপোর্টার: ‘‎মানব কল্যাণের জন্য ঐক্য’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর উদ্যোগে ২৮ টি সংগঠনের স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) সকাল দশটায় বরুড়া পৌরসভার বেতুয়া, দেওড়া শাইনরোজ ফিসারিজে ভাব-এর ব্যবস্থাপনায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

ওই সময় ভাব-এর সভাপতি ও তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বারভিডার সভাপতি ও শাহের বানু আইডিয়েল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবদুল হক। প্রধান আলোচকের বক্তব্য দেন প্রাক্তন যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।

‎ওই সময় ভাব-এর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন চৌওয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মাওলানা মুহাম্মদ শফিকুল আমিন পাটোয়ারী, কুমিল্লা কর্মাস কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ, কুমিল্লাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবলু, অ্যাডভোকেট জয়নাল মাযহারী, সাংবাদিক রোটা. ওমর ফারুক, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, পারভেজ গাজী, কাজী মুফতি মোহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, আলোর প্রদীপ সংগঠনের সদস্য মাহফুজুল ইসলাম, জীবনশৈলী সংগঠনের সদস্য তোফাজ্জল হোসেন তুহিন ও ফ্রেন্ডস ব্লাড ব্যাংকের সদস্য সোহেলে প্রমুখ।

‎এদিন বরুড়া উপজেলার ২৮টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্বেচ্ছাসেবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান সফল ও সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠান শেষে সকল অতিথি বৃন্দদের কে একটি দেশীয় ফলজ বৃক্ষ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *