স্টাফ রিপোর্টার

বরুড়া, “যত্নে রাখি শিশু ও মা গড়ি আগামীর সম্ভাবনা ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন মডিউল ০১ অনুষ্ঠিত হয়েছে।

১১ ও ১২ই ডিসেম্বর বুধবার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বরুড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নের ইউনিসেফ ও বিশ্ব খাদ্য প্রোগ্রামের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ন্যু এমং মারমা মং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাজেদুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন মিয়া সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *