স্টাফ রির্পোটার: বরুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত (২৭ জুন) শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিভিন্ন সামাজিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নু-এমং মারমা মং। বিশেষ অতিথির বক্তব্য দেন অফিসার ইনচার্জ জনাব কাজী নাজমুল হক। সভাপতিত্ব করেন ভলান্টিয়ারর্স এসোসিয়েশন অব বরুড়া (ভাব) এর সভাপতি ও মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: মিজানুর রহমান। এ ছাড়া ওই সময় আইনজীবি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, স্বেচ্ছাসেবী ও সুশীল সমাজের অনেকেই গুরুত্বপূর্ণ আলোচনা করেন। Post navigation বরুড়ায় রক্তঋণ সংগঠনের ইফতার অনুষ্ঠিত বরুড়ায় মাদক বিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত