স্টাফ রির্পোটার: বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথির বক্তব্য দেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হক, বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির আজীবন সদস্য গাজী মোঃ ওয়াহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন। ওই সময় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী, কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী, বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ৫০ জন শিক্ষার্থী, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির আমের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি। পাশাপাশি পশু-পাখি ও বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠে। তরুণ সমাজ সেবক মোঃ আবু সায়েম বিগত দিনেও শিক্ষা সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসেছেন। পাশাপাশি সমাজের অসহায় মানুষের যে কোন সহযোগিতায় পাশে দাড়িয়েছেন। ভবিষ্যতে এর ধারাবাহিকতায় বঝায় রাখার আহ্বান করেন বক্তারা। Post navigation শ্রদ্ধা আর ভালোবাসায় বরুড়া হাই স্কুল এর প্রধান শিক্ষক মনির হোসেন’র দাফন সম্পন্ন বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির আয়োজনে ভর্তি মেলা