স্টাফ রির্পোটার: বরুড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে টপ সয়েল কর্তন এবং অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা সহ অবৈধ ভেকু ও ড্রেজার মেশিন নষ্ট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) আনুমানিক বিকাল ৪ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। জানা গেছে, উপজেলার পেড্ডা বাগমারা ও বাউকসার ইউনিয়নের মুগগাও এলাকায় ৪টি অবৈধ ড্রেজার, ব্যবহৃত পাইপ বালু ও মাটির উত্তোলনের অনুপোযোগী করা হয়। এছাড়া পয়ালগাছা বিষ্ণুপুর এলাকায় মাসুদুর রহমান (৫২) নামীয় এক ব্যক্তিকে ভেকু দিয়ে টপ সয়েল কাটার দায়ে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং আজকের বরুড়া কে জানান, উপজেলা প্রশাসন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে। Post navigation দখলমুক্ত হলো আড্ডা বাজারের খাল বরুড়ার শিশু রিফাতের গলাকাটা মরদেহ চণ্ডীমুড়া থেকে উদ্ধার