স্টাফ রির্পোটার:

‘Connecting Souls Of Same Inheritence’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরুড়ায় Medical Practitioners Of Barura (MPB) এর উদ্যোগ ডাক্তার ও তাদের পরিবারের তৃতীয় মিলনমেলা (3rd Reconciliation Of Doctors of Barura,”Doctor’s Fiesta 2025) অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১০ টার দিকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত গুনিজন, ডাক্তার ও তাদের পরিবারের সদস্যের উপস্থিতে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়।

সার্বিক ব্যবস্থাপনায় কাজ করেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কুমিল্লা মেডিকেল কলেজের এনেস্থেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা: জাহিদুর রহমান মজুমদার, কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিভাগের রেজিস্ট্রার ও সদস্য সচিব-ডা: মোশারফ হোসেন, কুমিল্লা মেডিকেল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট কোষাধক্ষ-ডা: মাহবুব ইবনে মোমেন জনি ও ফেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী শিহাব উদ্দিন পিয়েল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা- বরুড়ার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করার বিষয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এছাড়াও ডাক্তারদের অর্থায়নে বরুড়া সরকারি হসপিটালে একটি মসজিদ নির্মানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *