স্টাফ রির্পোটার: কুমিল্লার বরুড়া উপজেলায় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৫ টি হাই স্কুল ও ৩০ টি মাদরাসা থেকে ৪ হাজার ৮ শো ২৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১২৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। আগের তুলনায় জিপিএ-৫ এর সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। কমেছে উর্ত্তীণের সংখ্যাও।

প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে , ৪৫ টি স্কুলের মধ্যে ৩ হাজার ৫ শত ১৯ জন পরীক্ষা দিয়ে ৯৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাস করেছে ২ হাজার ১ শত ২ জন। পাসের হার ৫৯,৮৭। ৩০ টি মাদরাসা থেকে ১১ শত ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন। পাস করেছে ৭ শত ৭৩ জন। পাসের হার ৬৮.১৭। ভোকেশনাল ৫টি প্রতিষ্ঠান থেকে ১৭৪ জন পরীক্ষা দিয়ে ৫ জন জিপিএ ৫ পেয়েছে। পাস করেছে ১৪৬ জন। পাসের হার ৮৭,৯০।

তার মধ্যে এসএসসি পরীক্ষায় স্কুল গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় পাশের হার শতকরা ৯৫.৩৮। দ্বিতীয় স্থান অর্জন করে ঘোষপা ক্যাপ্টেন ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পাসের হার শতকরা ৯৩.৬২। তৃতীয় স্থান অর্জন করে একবাড়িয়া হাফিজ আহমেদ উচ্চ বিদ্যালয় পাশের হার শতকরা ৮৮.৬৪। দাখিল পরীক্ষায় মাদ্রাসা গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে কালোরা আলহাজ্ব জুনাব আলী দাখিল মহিলা দাখিল মাদ্রাসা পাশের হার শতকরা ১০০ ভাগ। দ্বিতীয় স্থান অর্জন করে দেওড়া আজগরিয়া দাখিল মাদ্রাসা পাশের হার শতকরা ৯৩.০১। তৃতীয় স্থান অর্জন করে রাজামারা আলিম মাদ্রাসা পাশের হার শতকরা ৯২.৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *