এমডি. আজিজুর রহমান, বরুড়া: বরুড়ায় উপজেলা বিএনিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ মার্চ) শুক্রবার বরুড়া তলাগ্রাম উচ্চ বিদ্যালয় হলরুমে বরুড়া উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যবস্থাপনায় এ সাংগঠনিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি, উপজেলা বিএনপির সহ-সভাপতি কাউসার আলম সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন পাটোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকট খায়রুল এনাম খাঁন তৌফিক ও সঞ্চালনা করেন বরুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন এবং বরুড়া বাজার কমিটির সভাপতি ও বরুড়া পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারী।

অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মমিনুল হক লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক রিপন, পৌরসভা যুবদলের আহবায়ক আকতার হায়দার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোস্তাকিন পাটোয়ারী, সদস্য সচিব লিটন পন্ডিত, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক তৌকির আলম পাভেল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ভোটের রাজনীতি নিশ্চিত করতে সমাজের কল্যাণে কাজ করতে বলেন। এছাড়া চাঁদাবাজ ও মাদক সেবিদের জায়গা বরুড়া উপজেলায় থাকবে না। দলের যতো বড় নেতা হন না কেনো এ ধরনের কাজে প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার করা হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা অত্যাচার করেছেন বিভিন্ন মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তাদের সাথে দলীয় কোন নেতাকর্মী আপোষ করলে তাদের কে ছাড় দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *