স্টাফ রিপোর্টার: বরুড়ায় অগ্নিকান্ডে ৪টি পরিবারের বসত ঘর পুরে ছাই হয়ে গেছে। আজ (১৮ মার্চ) মঙ্গলবার আনুমানিক ৩ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, মন্দুক গ্রামের ওসমান মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশ-পাশের আরো তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট আসার পূর্বেই পুকুরে দুইটি পানির পাম্প বসিয়ে আগুন নিভানুর চেস্টা চালায় এলাকাবাসী। পরে বরুড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনিসুর রহমান বলেন- আমরা যথাসময়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করি। আগুন নিয়ন্ত্রনে আসলেও ততক্ষনে চারটি ঘর পুড়ে যায়। এতে করে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বরে গনমাধ্যমকে জানান। Post navigation বরুড়ার শিশু রিফাতের গলাকাটা মরদেহ চণ্ডীমুড়া থেকে উদ্ধার বন কর্মকর্তার বিরুদ্ধে রামমোহন হরিপুর সড়কের গাছ কাটার অভিযোগ