স্টাফ রির্পোটার: দীর্ঘদিন পর দখলমুক্ত হলো আড্ডা বাজারের খাল। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) আড্ডা বাজারের খাল দখলমুক্ত করার লক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান। জানা গেছে, উপজেলার আড্ডা বাজার নামক স্থানে খাল শ্রেণির রেকর্ডিয় জমির উপর মোঃ ইসমাইল নামীয় ব্যক্তিকর্তৃক নির্মাণাধীন অবৈধ কাঠামো ভেঙে দেয়া হয়। ওই সময় কিছু মালামাল জব্দপূর্বক উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রাক্কলন করে তাৎক্ষণিক প্রকাশ্য নিলামের মাধ্যমে ১৮৩০০ টাকা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান জানান, সরকারি জমির উপর অবৈধ দখলদারদের বিরুদ্ধে এধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। Post navigation বরুড়ার ঝলম সাহস স্কুলে ক্লাস রি-ওপেন ডে অনুষ্ঠিত বরুড়ায় তিনটি পৃথক অভিযানে নষ্ট করা হয় ভেকু ও অবৈধ ড্রেজার